আজ বছরের শেষ সূর্যগ্রহণ

আজ শনিবার (৪ ডিসেম্বর) বছরের শেষ সূর্যগ্রহণ।  বেলা ১১টা থেকে দুপুর ৩টা ৭ মিনিট পর্যন্ত দেখা যেতে পারে এই সূর্যগ্রহণ।

সূর্য ও পৃথিবীর মধ্যখানে চলে আসবে চাঁদ। চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। রচিত হবে ‘রিং অফ ফায়ার’। আকাশের কোলে বিচ্ছুরণ ঘটাবে এক অপূর্ব সৌন্দর্য। সাধারণ ভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। 

অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। তবে ভারতীয় উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। অনলাইনে লাইভ দেখা যাবে এ গ্রহণ।

সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।

সতর্কতা

  • সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে।
  • গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন।
  • সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না। 
  • গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : সূর্যগ্রহণ

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //